নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, মুর্শিদাবাদ: একটু একটু করে প্রতিবছরই গঙ্গা গর্ভে বিলীন হয়ে যায় নদীর দু’পাশের বিস্তৃণ ভূমি। তবে এবারের ভয়াবহতা তুমুল মাত্রা ধারণ করেছে। গঙ্গার মারণ গ্ৰাসে পুরোপুরিভাবে বিলীন হয়ে যেতে বসেছে মুর্শিবাদের সামসেরগঞ্জের ধানঘরা, শিবপুর, লোহরপুর সহ একাধিক এলাকা। তারমধ্যে সবচেয়ে ভয়াবহতা ধারণ করেছে ধানঘরা গ্ৰামে। গত একমাস ধরে লাগাতার গঙ্গাভাঙনের জেরে নদীগর্ভে বিলীন হয়ে গেছে ওই গ্ৰামের প্রায় ৫০টি বাড়ি সহ বিঘের পর বিঘে জমি। এখন পর্যন্ত প্রশাসনিক ভাবে কোনো সহায়তা না পেয়ে ভোট বয়কটের ডাক দিয়েছেন ভিটেমাটি খুইয়ে নিঃস্ব গ্ৰামবাসীরা।
গ্ৰামের এক বাসিন্দা দৈনিক সমাচারকে বলেন, একটানা দীর্ঘ একমাস ধরে চলছে গঙ্গাভাঙন। ইতিমধ্যে ৫০ টিরও বেশি বাড়ি গঙ্গাগর্ভে বিলীন হয়ে গেছে। আমরা কোথায় থাকবো, কি করবো, কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। আমরা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছি যেন আমাদের পুর্নবাসন করা হয়।
ধানঘরা গ্ৰামের অন্য এক বাসিন্দা বলেন, বাড়িঘর সব ভেঙে নদীতে চলে গেছে। মাথা গোঁজার ঠাঁই টুকুও নেই। শেষ সম্বলটুকু চলে যাওয়ায় কি করবো কিছু বুঝে উঠতে পারছি না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বৃদ্ধ বলেন, আমাদের গ্ৰাম তো পুরোপুরি গঙ্গাগর্ভে। কিন্তু আশঙ্কায় রয়েছি পাশ্ববর্তী গ্ৰামের মানুষদের জন্য। তাদেরও যেন আমাদের মতো অবস্থা না হয়। প্রশাসন যদি আমাদের জন্য কিছু ব্যবস্থা না নেই তবে আমরা সামনে ২১ এর বিধানসভা ভোট বয়কট করবো।