দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লোকসভা ভোটের মুখে রাজনৈতিক দায়িত্ব-কর্তব্য থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা করলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। লোকসভা নির্বাচনের আগে গম্ভীরের এই সিদ্ধান্তে বিরাট বড় ধাক্কা খেতে পারে বিজেপি। ক্রিকেটে জোর দিতেই রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, এমনটাই জানা যাচ্ছে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিজেপির টিকিটে পূর্ব দিল্লির লোকসভা কেন্দ্রে জিতেওছিলেন। অব্যাহতির কথা জানিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাকে অনুরোধও জানিয়েছেন গম্ভীর। এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে কাজ করছেন গম্ভীর।