Friday, July 26, 2024
Latest Newsদেশফিচার নিউজ

বিধায়ক-সাংসদদের উপর নজরদারি চালানোর দাবি সুপ্রিমকোর্টে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সাংসদ এবং বিধায়কদের উপর নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হোক! এমনই অনুরোধ জানিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুরেন্দ্র কুমার নামের এক ব্যক্তি। তবে সেই অনুরোধ খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

আদালতে সুরেন্দ্র বলেন, সাংসদ এবং বিধায়কেরা নির্বাচনে জয়ের পরে ‘তারা শাসকদের মতো আচরণ করেন’। সুরেন্দ্রর দাবি, সাংসদ এবং বিধায়কদের বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানো উচিত, যাতে তাঁদের ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা যায়।

আবেদনকারীর অনুরোধ শুনে প্রধান বিচারপতি বলেন, ‘‘আমরা কি এ বার সাংসদ ও বিধায়কদের কাঁধে মাইক্রোচিপ লাগাব? কী ভাবে কোনও সাংসদ বা বিধায়ককে ডিজিটাল ভাবে পর্যবেক্ষণ করা যেতে পারে? সাংসদ এবং বিধায়কদেরও গোপনীয়তার অধিকার আছে, আমরা কী ভাবে তাতে হস্তক্ষেপ করতে পারি?’’

Leave a Reply

error: Content is protected !!