Latest Newsদেশফিচার নিউজ

নির্বাচনের আগেই বড় ধাক্কা খেল গেরুয়া শিবির, ৩ হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল, আদালতে বিজেপি

ছবি- প্রতীকী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: নির্বাচনী ময়দানে নামার আগেই জোর ধাক্কা খেল গেরুয়া শিবির। কেরলে তিনজন এনডিএ প্রার্থীর মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন। কেরলের থালাসারি, ও কন্নুর বিধানসভায় বিজেপি প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়। উল্লেখ্য, জমা করা মনোনয়ন পত্রে নাকি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সই ছিল না।

জানা গিয়েছে কন্নুরে বিজেপির প্রার্থী হয়েছিলেন সেই জেলার সভাপতি এন হরিদাস। এদিকে এহেন হাইপ্রোফাইল নেতার মনোনয়ন বাতিল ঘিরে তৃণমূলে জোর জল্পনা শুরু হয়েছে। এছাড়াও গুরুবায়ুর কেন্দ্রে বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভাপতি নিবেদিতা সুব্রমণিয়মের মনোনয়নও বাতিল হয়ে গিয়েছে।

এদিকে শুধু বিজেপি নয়, দেবীকুলাম বিধানসভা কেন্দ্রের এআইএডিএমকে প্রার্থী ধনলক্ষ্মীর মনোনয়নও বাতিল হয়েছে। প্রসঙ্গত, দেবীকুলাম বিধানসভা কেন্দ্রে এআইএডিএমকে-কে সমর্থন জানিয়েছিল বিজেপি। এই আবহে যেসব প্রার্থীদের মনোনয়ন বালিত হয়েছে, তারা কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন জানিয়েছেন।

আগামী ৬ এপ্রিল থেকে ভোটাভুটি হবে কেরলে। এমতাবস্থায় সিভোটার জনমত সমীক্ষার রিপোর্ট সামনে আসায় অস্বস্তিতে কেরল বিজেপি। অন্যদিকে ফের ক্ষমতায় ফিরছে বামেরা, এমনটাই বলছে জনমত সমীক্ষার রিপোর্ট। মোট ১৪০টি আসনে হবে বিধানসভা নির্বাচন হতে চলেছে কেরলে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল ১৯ মার্চ।

এ বছর বিধানসভা নির্বাচনে ১৪০-এর মধ্যে ৭৭-৮৫টি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে এলডিএফের, জানাল সমীক্ষা। পাশাপাশি গত বিধানসভা নির্বাচনের ৪৭টি আসনের রেকর্ড ভেঙে এ বছর প্রায় ৫৪-৬২টি আসন ঝুলিতে পুরবে কংগ্রেস সমর্থিত ইউডিএফ, বলছে সিভোটার সমীক্ষা। কেরলজুড়ে লাগাতার প্রচারের পরেও মাত্র ০-২ আসনেই আটকে যেতে পারে বিজেপি।

 

Leave a Reply

error: Content is protected !!