Sunday, September 8, 2024
দেশফিচার নিউজ

সুখবর! গোমূত্র ও গোবরের ব্যবসায় মিলবে আর্থিক সহায়তা, ঘোষণা মোদী সরকারের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ‘স্টার্ট আপ ইন্ডিয়ার’ আওতায় যারা গো-সংক্রান্ত পণ্যের ব্যবসা করবেন, তাদের প্রাথমিক মূলধনের ৬০ শতাংশ সহয়তা করবে মোদী সরকার। এমনই ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, শুধু দুধ নয়, গোমূত্র এবং গোবরের ব্যবসা করলে তরুণদের আর্থিক সহায়তা দেবে মোদী সরকার। গোমূত্র এবং গোবরের বাণিজ্যিকীকরণের লক্ষ্যে কেন্দ্র সরকার এই উদ্যোগ নিয়েছে।

গুজরাতে এন্টারপ্রিনিউরশিপ ডেভলপমেন্ট ইন্সটিটিউট অব ইন্ডিয়ার একটি অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে এসব কথা বলেছেন রাষ্ট্রীয় কামধেনু আয়োগের চেয়ারম্যান বল্লভ খাতিরিয়া। তিনি বলেন, তরুণ প্রজন্মকে উৎসাহ দিতে শুধু দুধ বা ঘি নয়, গরুর বর্জ্যকে কাজে লাগিয়ে ব্যবসা করলে কেন্দ্রীয় সরকার সব ধরনের সহায়তা দেবে। খাতিরিয়া বলেন, গোমূত্র এবং গোবর এই ব্যবসায় নতুন দিশা দেখাতে পারে। ওষুধ তৈরিতে গোমূত্রের প্রয়োজন হয় বলে দাবি তার।

Leave a Reply

error: Content is protected !!