Latest Newsদেশফিচার নিউজ

মিথ্যা অভিযোগে তদন্ত! শাহরুখ পুত্র আরিয়ানকে ফাঁসানো সেই সমীর ওয়াংখেড়ে এ বার শাস্তির মুখে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)-র চোখে নির্দোষ আরিয়ান খান। তার বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ মেলেনি। চার্জশিট পেশ হতেই নড়েচড়ে বসল কেন্দ্র। এনসিবি-র প্রাক্তন আধিকারিক সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে এ বার কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছে সরকার।

গত বছরের ২ অক্টোবরে মুম্বইয়ের উপকূলে প্রমোদতরী কর্ডেলিয়ায় এনসিবি অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন সমীরই। সেখান থেকেই মাদক-যোগের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আরিয়ান ও তাঁর সঙ্গীদের। প্রায় এক মাস জেলে কাটিয়ে জামিনে ছাড়া পান আরিয়ান। তার পরেও নিয়মিত এনসিবি দফতরের জিজ্ঞাসাবাদে হাজিরা দিতে হত তাঁকে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশ গিয়েছে অর্থ মন্ত্রকের কাছে। শাহরুখ-পুত্রের বিরুদ্ধে অসত্য অভিযোগে তদন্ত চালানোর দায়ে সমীরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর আগে ভুয়ো তদন্ত, তদন্তে প্রভাব খাটানো-সহ একাধিক অভিযোগে পদ থেকে সরতে হয়েছিল সমীরকে। এ বার আরিয়ানকে চার্জশিটে নির্দোষ ঘোষণার পরে শাস্তির মুখে এসে দাঁড়ালেন ওই প্রাক্তন এনসিবি কর্তা।

 

নিয়মিত খবরের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে জয়েন করুন।

Leave a Reply

error: Content is protected !!