Monday, April 21, 2025
দেশফিচার নিউজ

চিদম্বরমকে গ্রেফতার করতে পারবে না সিবিআই, ইডি! নির্দেশ আদালতের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নিম্ন আদালতের রায়ে স্বস্তি পেলেন পি চিদম্বরম। এয়ারসেল ম্যাক্সিস (আইএনএক্স) মামলায় তাঁকে যাতে সিবিআই বা ইডি গ্রেফতার না করে, সেজন্য নির্দেশ দিয়েছে দিল্লির এক আদালত। আইএনএক্স মামলায় যাতে সিবিআই বা ইডি গ্রেফতার করতে না পারে, সেজন্য সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন চিদম্বরম। কিন্তু তাঁর আর্জি নাকচ করে দিয়েছে সুপ্রিমকোর্ট।

দিল্লি কোর্টের রায়ের পর ট্যুইট করেছেন কার্তি চিদম্বরম। তিনি বলেন, আমাদের কিছুটা জয় হয়েছে। চিদম্বরমের বিরুদ্ধে অভিযোগ, চিদম্বরম অর্থমন্ত্রী থাকাকালীন বিধি ভেঙে ইন্দ্রাণী মুখার্জিদের কোম্পানিকে বিদেশি বিনিয়োগ পাইয়ে দিয়েছিলেন। ৩৫০০ কোটি টাকার এয়ারসেল ম্যাক্সিস ডিলে ৮০ কোটি ডলার বিদেশি বিনিয়োগ এসেছিল।

Leave a Reply

error: Content is protected !!