দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন নরেন্দ্র মোদী। আজ রাশিয়ায় ব্লাডিভোস্টক শহরে পূর্বাঞ্চলীয় অর্থনৈতিক ফোরামের এক সম্মেলনের ফাঁকে মাহাথিরের সঙ্গে বৈঠকে বসেন মোদী। এসময় জাকির নায়েকের বিষয়টি তোলেন তিনি।
মালয়েশিয়ায় অবস্থানরত জনপ্রিয় ইসলাম প্রচারক ডাঃ জাকির নায়েককে প্রত্যর্পণ নিয়ে ড. মাহাথির মোহাম্মদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। এদিন তিনি মাহাথির মহম্মদকে অনুরোধ করেন, জাকির নায়েককে বন্দি করে ভারতে ফেরত পাঠান। যদিও মাহাথির কোনও আশ্বাস দিয়েছেন কিনা, তা জানা যায়নি।