Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

প্রবল বর্ষণে ধস মহারাষ্ট্রে! মৃত ৩৬, আটকে বহু, চলছে উদ্ধারকাজ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: অবিশ্রান্ত বৃষ্টির জেরে ধস নামল মহারাষ্ট্রের রায়গড় জেলার কোঙ্কণ অঞ্চলে। ইতিমধ্যেই এই ধসে মৃত্যু হয়েছে ৩৬ জনের। এখনও অন্তত ৩০ জন আটকে আছে বলে খবর। উদ্ধারকার্যে নামানো হয়েছে হেলিকপ্টার। মুম্বই শহর থেকে ৭০ কিমি দূরে অবস্থিত এই কোঙ্কণ। প্রবল বৃষ্টিতে গতকাল তিনটে ধস নেমেছিল। তাতে এক জায়গায় ৩২টি এবং আর এক জায়গায় চারটি দেহ পাওয়া গেছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

আবহাওয়া অফিসের রেকর্ড বলছে, জুলাই মাসে মহারাষ্ট্রে বৃষ্টিপাতের পরিমাণ গত ৪০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। ২৪ ঘণ্টা লাগাতার চলছে বর্ষণ। মুম্বই তো বটেই, বন্যা পরিস্থিতির অবস্থা রায়গড়, রত্নগিরি, কোলাপুর এবং আরও অনেক জায়গায়। নৌবাহিনী এবং উপকূল রক্ষা বাহিনীর সাহায্যে উদ্ধারকাজ চলছে। হাত লাগিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও (এনডিআরএফ)। উপকূলবর্তী এলাকার অবস্থা সবথেকে শোচনীয়। একতলা বাড়িগুলোতে জল ঢুকে বাসের অযোগ্য করে দিয়েছে। আশ্রয় নিতে হচ্ছে, দোতলায় অথবা ছাদে। কিন্তু ছাদে বৃষ্টির যন্ত্রণাও রয়েছে। প্রশাসনের তরফে সবাইকে ঘরের উঁচু জায়গায় থাকতে বলা হচ্ছে। সময়মতো হেলিকপ্টারের সাহায্যে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হবে। আবহাওয়া অফিস থেকে সাবধান করে বলা হয়েছে, পরিস্থিতি আরও খারাপ হতে পারে কারণ আগামী কয়েকদিন ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।

Leave a Reply

error: Content is protected !!