দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বাংলায় এসে ফের এনআরসি নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ নেতাজি ইনডোরে বিজেপি-র জনজাগরণ সভা থেকে বাংলার মানুষকে অভয় দিয়ে তিনি বলেন, ‛কোনও হিন্দুকে বাংলা থেকে কোথাও যেতে হবে না। তাঁরা নাগরিকত্ব পাবেন। তাঁদের ভারতের প্রধানমন্ত্রী হয়ে ওঠার অধিকার দেবে বিজেপি।’
এ দিন নেতাজি ইনডোরে অমিত শাহের বক্তৃতার বক্তৃতার বেশিরভাগ অংশ জুড়েই ছিল নাগরিকত্ব সংশোধন বিল। তিনি বলেন, ‛শুধু হিন্দু না, শিখ, খ্রীষ্টান, জৈন—কাউকেই এ দেশ ছেড়ে যেতে হবে না। কিন্তু একজন অনুপ্রবেশকারীকেও থাকতে দেওয়া হবে না। খুঁজে বার করে তাড়ানো হবে। এই সরকার একজন হিন্দুরও কোনও ক্ষতি হতে দেবে না।’