দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, ‘বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন হয় না। তারা বাংলাদেশে সুরক্ষিত। বরং ভারতে মুসলমানরা সুরক্ষিত নয়। সেখানে মুসলমানরা নির্যানের শিকার হয়।’ অসম সফরে এসে বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে তিনি ওই মন্তব্য করেছেন।
টিপু মুন্সির দাবি, বাংলাদেশে হিন্দুরা পুরোপুরি সুরক্ষিত রয়েছেন। কিন্তু সর্বত্র না হলেও ভারতের কিছু কিছু স্থানে মুসলমানদের ওপর নির্যাতন চলছে। গো-মাংসের নামে নির্যাতন করা হচ্ছে মুসলমানদের। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটিয়ে দু-দেশের আর্থিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্য নিয়েই অসম সফরে এসেছেন শেখ হাসিনা সরকারের শীর্ষ ব্যক্তিরা।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন