Wednesday, February 5, 2025
ইতিহাস

১৯ জুন – ইতিহাসে আজকের দিন

প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ১৯ জুন। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল –

  • ১৪৬৪ – ফ্রান্সের রাজা একাদশ লুই ডাক ব্যবস্থা চালু করেন
  • ১৬২১ – তুরস্কের সেনাবাহিনীর কাছে পরাজিত হয় গ্রিস
  • ১৮৬২ – যুক্তরাষ্ট্রে দাস প্রথা বিলুপ্ত হয়
  • ১৮৭৭ – ভূমি থেকে আকাশে উলম্বভাবে উড্ডয়নের ও আকাশ থেকে ভূমিতে অবতরণের এবং আকাশে স্থির থাকার যান তথা আদি যুগের হেলিকপ্টার পরীক্ষা করা হয়
  • ১৯০৭ – শিক্ষাবিদ ও নারী শিক্ষা প্রচারক উমেশচন্দ্র দত্তের জন্ম
  • ১৯১১ – পর্তুগালকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়
  • ১৯২১ – ব্রিটেনে আদশুমারি হয়
  • ১৯৪৩ – টেক্সাসে জাতিগত দাঙ্গা হয়
  • ১৯৫১ – নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশান বা ন্যাটো নামক সামরিক জোট গঠন করা হয়
  • ১৯৬১ – কুয়েত স্বাধীনতা লাভ করে
  • ১৯৬৮ – পাকিস্তানের ইতিহাসের বহুল আলোচিত আগরতলা ষড়যন্ত্র মামলার (রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য) শুনানি শুরু
  • ১৯৭০ – কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্ম
  • ১৯৮২ – স্বাধীনতা সংগ্রামী নলিনী দাসের মৃত্যু

Leave a Reply

error: Content is protected !!