Saturday, December 7, 2024
দেশ

অ্যাম্বুলেন্স দেয়নি হাসপাতাল, মৃত মেয়েকে কোলে নিয়েই রওনা দিলেন বাবা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মৃত মেয়েকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করার টাকা ছিল না সম্পত কুমারের কাছে। তাই অ্যাম্বুলেন্স দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। শেষমেশ বাধ্য হয়ে সাত বছরের মেয়ের মৃতদেহ কোলে নিয়েই বাড়ির দিকে রওনা দিলেন অসহায় বাবা।

হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে তেলেঙ্গানার করিমনগর জেলার পেড্ডাপল্লির কুনাভরম গ্রামে। ঘটনা প্রকাশ্যে আসতেই হাসপাতাল কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের প্রবল সমালোচনা শুরু হয়েছে। যদিও, পুরো বিষয়টি অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। তিনি নিজেই মেয়ের মৃতদেহ হাসপাতাল থেকে বের করে নিয়ে গিয়েছিলেন।

Leave a Reply

error: Content is protected !!