দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জানলা ভেঙে ঘরে ঢুকে স্বামীকে না পেয়ে সদ্য সন্তানের জন্ম দেওয়া স্ত্রীর পেটে লাথি তৃণমূল নেতার। মাস তিনেক আগে সন্তানের জন্ম দিয়েছেন ওই গৃহবধূ। সিজার করে প্রসব হয় তাঁর। সেখানে ওই সন্ত্রাসীর লাথিতে যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি।
ঘটনা দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার। অভিযুক্ত তৃণমূল নেতা বাপি মণ্ডল। শিশুসন্তানকে খুনের চেষ্টার অভিযোগও উঠেছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। যদিও সন্তানকে নিয়ে কোনওক্রমে পালিয়ে বাঁচেন মধুমিতা হালদার নামে ওই গৃহবধূ। তাঁর দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ।
অভিযোগ, সোমবার রাতে জীবনতলার রবীন্দ্রনগর গ্রামের বাসিন্দা মধুমিতা হালদারের বাড়িতে জানলা ভেঙে ঢোকে কয়েকজন সন্ত্রাসী। মধুমিতাদেবীর স্বামীকে খুঁজছিল তারা। কিন্তু তাঁকে না পেয়ে মধুমিতাদেবীর পেটে লাথি মারেন বাপি মণ্ডল নামে এক তৃণমূলকর্মী।