Saturday, July 27, 2024
Latest Newsফিচার নিউজ

ফোন করলেই করোনার সতর্কবার্তা, কীভাবে বন্ধ করবেন এই কলার টিউন? জেনে নিন

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফোন করলেই ‘করোনাভাইরাস কলার টিউন’ বেজে ওঠে। অনেকেই সেই কলার টিউনে রীতিমতো বিরক্ত হয়ে উঠেছেন। কীভাবে সেই কলার টিউন বন্ধ করবেন, তা দেখে নিন –

অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে কল কানেক্ট হওয়ার পর যে কোনও নম্বর টাইপ করুন। তারপর সেই কলার টিউন বা করোনা নিয়ে সচেতনতামূলক মেসেজ বন্ধ হয়ে যাবে এবং ফোন করলে আগের মতোই রিং হবে।

আইওএস ফোনের ক্ষেত্রে ফোন কল কানেক্ট হওয়ার পর ‛#’ বাটন প্রেস করুন। অ্যান্ড্রয়েডের মতো যে কোনও নম্বর টাইপ করলেই কলার টিউন বন্ধের সুযোগ অবশ্য আইওএস প্ল্যাটফর্মে নেই।
তবে অ্যান্ড্রয়েডে যে কোনও নম্বর বা আইওএস ফোনে ‛#’ বাটন প্রেস করার পরও যদি সেই কলার টিউন বন্ধ না হয়, তাহলে আরও একবার চেষ্টা করতে হবে। কারণ অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট টেলিকম সংস্থা আপনার আর্জি বুঝতে নাও পারেন।

আপাতত অবশ্য একেবারে সেই কলার টিউন বন্ধ করতে পারবেন না। প্রতিবার ফোন করার সময় আপনাকে উল্লিখিত প্রক্রিয়া অনুসরণ করে সেই সচেতনতামূলক করোনা কলার টিউন বন্ধ করতে হবে।

Leave a Reply

error: Content is protected !!