Latest Newsফিচার নিউজরাজ্য

হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়া করোনা রোগীর দেহ মিলল পুকুরে, বিক্ষোভে ইটবৃষ্টি-ধুন্ধুমার হাওড়ায়

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সঞ্জীবন হাসপাতাল থেকে হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়া করোনা রোগীর দেহ মিলল পুকুরে। সেই ঘটনাকে ঘিরে তুমুল বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শুরু হয় ইটবৃষ্টি। ফলে ধুন্ধুমার বেঁধে যায়। জানা গেছে এদিন হাসপাতাল থেকে ২০০ মিটার দূরে একটি পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। বুধবার মাঝরাত থেকে নিখোঁজ ছিলেন পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ওই যুবক। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে যায় হাসপাতাল চত্বর। পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করে মৃতের পরিবার। হাসপাতাল লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। নামানো হয় র‍্যাফ, কমব্যাট ফোর্স। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

Leave a Reply

error: Content is protected !!