Thursday, April 18, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

ভাঙড়ে বোমা বিস্ফোরণ, রান্নাঘরে বোমা ফেটে আহত এক মহিলা, শুরু রাজনৈতিক তরজা

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, ভাঙড়: ভাঙড়ের চালতাবেড়িয়ায় রান্নাঘরে বোমা বিস্ফোরণের ঘটনা সামনে এসেছে। এ ঘটনায় আহত হয়েছেন আসমা সাহাজি নামে এক মহিলা। মঙ্গলবার দুপুরে যখন রান্নার কাজে ব্যস্ত ছিলেন আসমা, ঠিক সেসময় আচমকাই বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে এলাকা। আশেপাশের সাধারণ মানুষ এদিক ওদিক উৎসস্থল সন্ধান করতেই তাঁদের নজরে আসে আসমা বিবির রান্না ঘরের দিকে। সেখানেই আহত অবস্থায় পড়ে ছিলেন আসমা বিবি। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

কীভাবে হল এই বিস্ফোরণ? এই প্রশ্নের উত্তর না মিললেও গোটা ঘটনাটিকে নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ি। জানা গিয়েছে, ওই আহত মহিলার পরিবারের সদস্যরা সকলেই আইএসএফ করে। এলাকার পরিবেশ উত্তপ্ত করার জন্য বাড়িতে বোমা মজুত রেখেছিলো বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। যদিও অভিযোগ অস্বীকার আইএসএফের। এই ঘটনার পর ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম বিশাল বাইক মিছিল করে ভাঙড়ের চালতাবেড়িয়াতে ঘটনাস্থলে আসেন এবং নিহতের বাড়ি পরিদর্শন করেন।

পাশাপাশি তিনি আইএসএফকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন এবং আগামী দিনে যদি এমন ঘটনা ঘটে তাহলে বৃহত্তম আন্দোলনের ডাক দেবেন বলেও জানান। এছাড়া আরাবুল পুত্র হাকিমুল ইসলামও ঘটনাস্থলে আসেন।

অন্যদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী প্রশাসনকে জানান, যারা এই আইএসএফ কর্মীর বাড়িতে বোমা রেখেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, নাহলে তারা দিল্লি থেকে ইনভেস্টিগেশন টিম এনে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করবে। গ্রামে শান্তি শৃঙ্গলা বজায় রাখার আহবানও জানান তিনি। কিছুদিন বাদে চালতাবেড়িয়া হাই মাদ্রাসার ভোট, আর এই স্কুল ভোটের কারণেই আইএসএফ সমর্থকদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

 

Leave a Reply

error: Content is protected !!