Thursday, April 18, 2024
Latest Newsদেশফিচার নিউজ

আমি একজন ডাক্তার, ডাক্তারই থাকতে চাই, কোনও দলে যোগ দেবনা : কাফিল খান

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দীর্ঘ কারাবাসের পর এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে মুক্তি পেয়েছেন ডাঃ কাফিল খান। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সোমবার তিনি সাফ জানিয়ে দিলেন কংগ্রেসে যোগ দেওয়ার কোনও ইচ্ছা তাঁর নেই। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়ে দেন যে, তিনি একজন চিকিৎসক এবং চিকিৎসকই থাকতে চান। সেবা করতে চান অসহায় মানুষদের।

কারাগার থেকে মুক্তি পাওয়ার পরে ডাঃ কাফিল বর্তমানে রাজস্থানে রয়েছেন। এদিন তিনি পরিষ্কারভাবে বলেন যে, কংগ্রেস হোক বা সিপিএম, তিনি কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন না। তিনি বলেন, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী উত্তরপ্রদেশ সরকার কর্তৃক অন্য কোনও মামলায় জড়িত হওয়ার আশঙ্কায় মানবতার খাতিরে আমাকে সহায়তা করেছিলেন, তবে এর অর্থ এই নয় যে আমি কংগ্রেসে যোগ দিতে যাচ্ছি।

ডাঃ কাফিল খান বলেন যে, রাজনীতির বিষয়ে প্রিয়াঙ্কা গান্ধীর সাথে কোনও কথা হয়নি এবং প্রিয়াঙ্কার কাছ থেকে আমি কোনও ইঙ্গিতও পাইনি। এরপর ডাঃ কাফিল বলেন, ১ সেপ্টেম্বর এলাহাবাদ হাইকোর্টের নির্দেশের পরেও যখন মুক্তি দিতে দেরি হয়েছিল, তখন আশঙ্কা করা হয়েছিল যে উত্তরপ্রদেশ সরকার আমাকে আবারও একটি মামলায় জড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। রাজস্থানে কংগ্রেস সরকার রয়েছে এবং মথুরা থেকে ভরতপুর যাওয়ার রাস্তা মাত্র ২০ মিনিটের, তাই প্রিয়াঙ্কা আমাকে ভরতপুরে আসার প্রস্তাব দিয়েছিলেন। কাফিল প্রিয়াঙ্কাকে ধন্যবাদ জানিয়ে বলেন যে, তাঁর দয়া রাজস্থানে তাঁকে সুরক্ষা প্রদান করেছে।

Leave a Reply

error: Content is protected !!