দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সম্প্রতি ‘দিদিকে বলো’ নামে একটি ফোন কল সেবা চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ তৈরি হয়। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে দলের শক্তি বাড়াতে তৎপর তৃণমূল কংগ্রেস বলছে, গত এক মাসে মমতাকে ফোন করেছেন প্রায় ১০ লাখ মানুষ।
এই উদ্যোগ কতটা সফল? তৃণমূলের পক্ষে বৃহস্পতিবার এক প্রেস নোটের মাধ্যমে তা জানানো হয়েছে। এছাড়া দলনেত্রী মমতা নিজেও ট্যুইটারে এই কর্মসূচির পরিসংখ্যান তুলে ধরেছেন।
I am humbled with the overwhelming response of the people on the @DidiKeBolo platform. In the last 30 days, over 10 Lakh people have reached out to us with their words of appreciation for the initiative, valuable suggestions & grievances.(1/2) pic.twitter.com/JwP8W3nEhg
— Mamata Banerjee (@MamataOfficial) August 29, 2019
প্রেস নোট অনুযায়ী, গত এক মাসে গোটা রাজ্য থেকে ১০ লাখ ৩৫০ জন মানুষ ‘দিদিকে বলো’তে যোগাযোগ করেছেন। তারা প্রত্যেকেই তুলে ধরেছেন তাদের সমস্যার কথা, কেউ কেউ তৃণমূলের এমন উদ্যোগের প্রশংসাও করেছেন।
সরকার ও তৃণমুল কংগ্রেসকে পরামর্শও দিয়েছেন অনেকে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, মুঠোফোনের মাধ্যমে মোট ৮ লাখ ৬৩৫ জন এবং ওয়েবসাইটের মাধ্যমে ‘দিদিকে বলো’তে যোগাযোগ করেছেন প্রায় ২ লাখ মানুষ।
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৪২ শতাংশ মানুষ তাদের সমস্যা সমাধানে যোগাযোগ করেছেন। তৃণমূলের অভিনব এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছেন ২২ শতাংশ মানুষ এবং ৩২ শতাংশ মানুষ তাদের মতামত ব্যক্ত করেছেন। অন্যান্য ইস্যুতে যোগাযোগ করেছেন বাকি ৪ শতাংশ মানুষ।