Tuesday, September 17, 2024
আন্তর্জাতিকফিচার নিউজ

‛সিসি তুমি বিদায় হও’ – হঠাৎ বিক্ষোভে উত্তাল মিশর! ফের ‛আরব বসন্ত’ সেই তাহরির স্কয়ারে

ছবি : রয়টার্স

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হঠাৎ বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে মিশর। শুক্রবার রাতে হঠাৎ করে রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। দেশটির প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসির বিরুদ্ধে রাজধানী কায়রোসহ বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ক্ষিপ্ত জনতার মুখে একটাই স্লোগান –‛সিসি তুমি বিদায় হও’।

শুক্রবার রাতের এই বিক্ষোভ থেকে বহু বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া বিক্ষোভ দমনে কোথাও কোথাও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে প্রশাসন। এছাড়া রাজধানীর তাহরির চত্বর জড়ো হয়েছিল কয়েক হাজার বিক্ষোভকারী। ২০১১ সালের গণঅভ্যুত্থানে এই চত্বর থেকেই সারা দেশে আন্দোলন শুরু হয়েছিল।

কায়রোর পাশাপাশি আলেকজান্দ্রিয়া ও সুয়েজসহ আরও কয়েকটি শহরে সিসি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। মিশরের সরকার বিরোধীরা সিসি-কে দেশটির অবৈধ প্রেসিডেন্ট বলে মনে করেন। এছাড়া সম্প্রতি সিসি-র বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে।

মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান আব্দুল ফাত্তাহ আল সিসি। তার এ কয়েক বছরের শাসনামলে বহু মানুষকে হত্যা এবং লাখ লাখ মানুষকে আটক করা হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!