Friday, March 29, 2024
দেশ

‘অনুপ্রবেশকারী মুসলিমদের’ তাড়ানোর জন্যই এনআরসি প্রয়োজন : দিলীপ ঘোষ

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এনআরসি ইস্যুতে ফের মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি মন্তব্য করেছেন, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের জন্যই এনআরসির প্রয়োজন আছে। দিলীপ বাবু বলেন, ‘যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ঢুকেছে, ‘অনুপ্রবেশকারী মুসলিম’ তাঁদের জন্যই এনআরসি দরকার আছে। জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই। পশ্চিমবঙ্গের কোনও মানুষদের কেউ বলতে পারবে না যে বাইরে যাও, বা বাইরে থাকবে না।’

অন্যদিকে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার কথা বলেছেন দিলীপ ঘোষ। এ সম্পর্কে তিনি বলেন, ‘ওপার বাংলা থেকে যারা উদ্বাস্তু হিন্দু এসেছেন তাঁরা এই ভারতে থাকবেন। এখানে নাগরিকত্ব বিল পাস হলেই আমরা তাঁদেরকে নাগরিকত্ব দেবো। এ নিয়ে কোনও দ্বিমত নেই।’ এদিন অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় একসময় অনুপ্রবেশকারীদের তাড়ানোর জন্য পার্লামেন্টে আলোচনা চেয়েছিলেন, আজকে ওদের সংরক্ষণ দেওয়ার জন্য উনি চেষ্টা করছেন। এভাবে তাঁরা লোককে বিভ্রান্ত করছেন।’

Leave a Reply

error: Content is protected !!