দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভারত হিন্দু রাষ্ট্র, মন্তব্য করে ম্যাঙ্গালুরুতে মার খেলেন এক যুবক। ওই যুবক বলেছিলেন, ভারত হিন্দু রাষ্ট্র। মুসলমানদের এখানে স্বাগত জানানো হবে না। ওই যুবক বান্তওয়াল অঞ্চলের বাসিন্দা। এক শপিং মলে তিনি কয়েকজন ছাত্রের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। মঞ্জুনাথ হিন্দু রাষ্ট্রের পক্ষে কথা বলায় ছাত্ররা তাঁকে মারধর করে।
মঞ্জুনাথকে মারধরের ভিডিও ছবি ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। তাদের একজন নাবালক। ম্যাঙ্গালুরু পুলিশের কমিশনার পি এস হর্ষ বলেন, আমরা আক্রমণকারীদের বিরুদ্ধে মামলা করেছি। তাদের খোঁজে তল্লাশি চলছে।