Saturday, December 7, 2024
দেশফিচার নিউজ

বিজেপির মনে নাথুরাম গডসে, মুখে মহাত্মা গান্ধী – গেরুয়া ব্রিগেডকে কটাক্ষ ওয়েসীর

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিজেপিকে একহাত নিলেন মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসী। বিজেপি সরকারকে আক্রমণ করে তিনি বলেন, নাথুরাম গডসেকেই গেরুয়া শিবির ‘হিরো’ মনে করে। মহাত্মা গান্ধীর কথা মুখে বললেও ওদের মনে রয়েছে গান্ধি হত্যাকারী নাথুরাম গডসে।

ওয়েসীর অভিযোগ, ‛বিজেপি গান্ধীর নামে একটা দোকান চা‌লাচ্ছে। এই সরকার গান্ধীজির নামে গোটা দেশকে বোকা বানাচ্ছে।’ তিনি আরও বলেন, ‛গডসে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন তিনটি বুলেটের সাহায্যে। আর এখানে মানুষ রোজ মারা যাচ্ছেন।’ ঔরঙ্গাবাদে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এসব মন্তব্য করেন ওয়েসী।

Leave a Reply

error: Content is protected !!