Saturday, July 27, 2024
দেশ

ডাঃ কাফিল খানের স্থগিতাদেশ প্রত্যাহার করতে মোদীকে চিঠি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের

ছবি : সংগৃহিত

সামাউল্লাহ মল্লিক, দৈনিক সমাচার, নয়াদিল্লি : ২০১৭ সালে গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজে শিশু মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ কাফিল খানকে সাসপেন্ড করার আদেশ প্রত্যাহার করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)।

ডাঃ কাফিল খানকে বরখাস্ত করার পর তার পরিবারকে বেঁচে থাকার জন্য লড়াই করতে হচ্ছে উল্লেখ করে ডাক্তারদের এই সংগঠনও তার বিরুদ্ধে সকল আইনি মামলা প্রত্যাহার করার দাবি জানিয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সিগুলির সাহায্যে বিআরডি অক্সিজেন ট্র্যাজেডির তদন্তের দাবিও জানিয়েছে আইএমএ।

আইএমএ গত দু’বছর ধরে ডাঃ কাফিল খান ও তার পরিবার যে চাপ ও কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে সেদিকেও প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টি আকর্ষণ করেছে এবং ডাঃ কাফিল খানকে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

error: Content is protected !!