Sunday, May 19, 2024
দেশফিচার নিউজ

মন্দার জেরে জেরবার! মন্দার প্রকোপ এতটাই যে, অন্তর্বাসও কিনছে না মানুষ

ছবি : প্রতিকী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নোটবন্দির মতো হঠকারী সিদ্ধান্ত ও জিএসটি তথা পণ্য পরিষেবা করের তাড়াহুড়ো করে বাস্তবায়নের জ্বালা এইবার হাড়ে হাড়ে টের পাচ্ছে দেশবাসী। এসবের জেরে বাজারে তৈরি হওয়া মন্দার জেরে জেরবার হয়ে যাচ্ছে আম জনতা। মন্দার প্রকোপ এতটাই যে, অন্তর্বাস পর্যন্ত কিনছে না মানুষ!

উৎসবের মরশুমে জামা কাপড় বিক্রি এ বারও বেড়েছে। কিন্তু, অন্তর্বাসের বিক্রি বাড়েনি মোটেও বরং কমেছে অন্তত ১৫ থেকে ২০ শতাংশ। অথচ দুর্গাপুজো, দীপাবলির মতো পার্বনে অন্তর্বাসের বিক্রি বাড়াটাই ছিল গত কয়েক দশকের ট্রেন্ড। কী পুরুষ, কী মহিলা, কী শিশু – সব ধরণেরই অন্তর্বাসের বিক্রি কমে গিয়েছে। মন্দার প্রভাবকেই এরজন্য দায়ী বলে মনে করা হচ্ছে।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!