Saturday, May 18, 2024
দেশফিচার নিউজ

ব্যবসা ডুবেছে কাশ্মীরে, ক্ষতি হয়েছে ১০ হাজার কোটির বেশি! চাঞ্চল্যকর দাবি চেম্বার অফ কমার্সের

ছবি : প্রতিকী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ৩৭০ ধারা বিলোপের পর কাশ্মীরে তৈরি হওয়া অচলাবস্থার জেরে সেখানকার ব্যবসা-বাণিজ্যে সঙ্কট দেখা দিয়েছে। গত তিন মাসের মধ্যে সেখানে ১০ হাজার কোটি টাকার বেশি ব্যবসায়িক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কাশ্মীর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ৩৭০ ধারা বাতিলের পর মোদী বলেছিলেন, কাশ্মীরের জিনিস বিদেশে রপ্তানি করে প্রচুর টাকার বাণিজ্য হবে। কিন্তু এখনও পরিস্থিতিই স্বাভাবিক হয়নি বলে দাবি করলেন কাশ্মীর চেম্বার অফ অফ কমার্সের সভাপতি শেখ আশিক।

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ আশিক বলেছেন, ‛জম্মু ও কাশ্মীরের সমস্ত ব্যবসায়িক ক্ষেত্রেই এই প্রভাব পড়েছে। এখনও সবাই স্বাভাবিক ভাবে ব্যবসার কাজ শুরু করতে পারেননি। কী ক্ষতি হয়েছে তা হিসেব কষে বলা মুশকিল। তবে এখনও পর্যন্ত ক্ষতির পরিমাণ টাকার অঙ্কে যে ১০ হাজার কোটি ছাড়িয়ে গিয়েছে, এ ব্যাপারে কোনও সন্দেহ নেই।’ সেপ্টেম্বর মাসে আপেল তোলার সময়েই প্রথম সামনে এসেছিল ক্ষয়ক্ষতির কথা। একরের পর একর আপেল বাগানের গাছেই পচতে শুরু করেছিল আপেল।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!