Friday, March 29, 2024
Latest Newsদেশফিচার নিউজ

পোলিও-র বদলে খাওয়ানো হল হ্যান্ড স্যানিটাইজার, গুরুতর অসুস্থ ১২ শিশু

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: পোলিও ফোঁটার বদলে খাওয়ানো হল হ্যান্ড স্যানিটাইজার। আর তাতে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ১২ জন শিশু। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঘাতাঞ্জি জেলার অন্তর্গত কাপসি-কোপারি গ্রামের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে৷ রিপোর্ট সংবাদ সংস্থা আইএএনএস-এর৷ সোমবার প্রাথমিক তদন্তের পর এই ঘটনায় অভিযুক্ত তিন নার্সকে সাসপেন্ড করেছে জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ৷

গত রবিবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে তিন দিন ব্যাপী জাতীয় পালস পোলিও টিকাকরণ কর্মসূচি। প্রথম দিনেই ঘটল বেনজির অসতর্কতার ঘটনা৷ ওদিন সকালে প্রায় ২০০০ শিশু (১-৫ বছরের মধ্যে) পোলিও টিকা নিতে অভিভাবকদের সঙ্গে এসেছিল৷ স্বাস্থ্য আধিকারিকরা জানাচ্ছেন যে, কিছু কিছু বাচ্চাকে পোলিও ফোঁটার বদলে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয় মুখের মধ্যে৷

এরপরেই শুরু হয় বমি-বমি ভাব এবং শরীরে টান৷ অনেকে ঘটনাস্থলেই বমি করতে শুরু করে দেয়৷ এই দেখার পরে সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ সকল আক্রান্ত শিশুকে সঙ্গে সঙ্গে নিকটবর্তী বসন্তরাও নায়েক সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য৷

হাসপাতালের ডিন ডাক্তার মিলিন্দ কাম্বলি বলছেন, “বাচ্চাদের অবস্থা এখন স্থিতিশীল৷ প্রত্যেকেরই শারীরিক অবস্থার উন্নতি হয়েছে৷ টানা পর্যবেক্ষণের মধ্যে রয়েছে সকলে৷ ওদের শরীরের অবস্থার ওপর নির্ভর করে মঙ্গলবার সন্ধ্যায় ছেড়ে দেওয়া হতে পারে৷”

Leave a Reply

error: Content is protected !!