দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বাঁ-হাতি পেসার হ্যারি গার্নি কাঁধের চোটের জন্য ছিটকে গিয়েছেন আইপিএল থেকে। গার্নির পরিবর্ত হিসেবে বাংলাদেশের বাঁ হাতি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের নাম ভেবেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু, তাতে বাদ সাধল বাংলাদেশের শ্রীলঙ্কা সফর।
সেপ্টেম্বরের শেষের দিকে শ্রীলঙ্কায় খেলতে যাওয়ার কথা বাংলাদেশের। সেখানে লম্বা প্রস্তুতি শিবির চলবে। সিরিজ শুরু হবে অক্টোবরের শেষের দিকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাই নাকচ করেছে মুস্তাফিজুরের আইপিএলে খেলার প্রস্তাব। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে দেখা গিয়েছে মুস্তাফিজকে।