Sunday, September 8, 2024
দেশ

ব্যর্থ চন্দ্রযান ২! কারণ জানিয়ে চমকে দিল ইসরো

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাত ২টার দিকে চাঁদের মাটিতে নামার কথা ছিল ‛চন্দ্রযান ২’-এর ‛বিক্রম’ ল্যান্ডারের। কিন্তু এই সময় অতিবাহিত হয়ে গেলেও আর তথ্য মেলেনি। ‛বিক্রম’ কক্ষপথ ছেড়ে চাঁদে নামতে শুরু করার পর থেকেই গ্রাউন্ড স্টেশনের নিয়ন্ত্রণকক্ষে আর কোনো বার্তা পাঠাচ্ছিল না। চাঁদের পৃষ্ঠে অবতরণের কয়েক সেকেন্ড আগেই এটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। চন্দ্রযান ২ ব্যর্থ হওয়ার প্রাথমিক পর্যায়ে এমনই জানিয়েছে ইসরো।

সংস্থার সংশ্লিষ্ট বিজ্ঞানীরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে নিজের গতিবেগ কমাতে ব্যর্থ হয় চন্দ্রযান ২। ফলে সফট ল্যান্ডিং হয়নি বলে প্রতীয়মান হচ্ছে। ঘণ্টায় প্রায় ৬ হাজার কিলোমিটার গতিবেগে চাঁদের ভূপৃষ্ঠে আছড়ে পড়ে চন্দ্রযানের ল্যান্ডার। যেখানে ৭ কিমি গতিবেগ থাকার প্রয়োজন ছিল। ফলে ল্যান্ডারটি ধ্বংস হয়ে গিয়েছে বলেই অনুমান করা হচ্ছে।

Leave a Reply

error: Content is protected !!