হাওড়া, ০৬ অক্টোবর: অসমে ভূমি উচ্ছেদ, নির্বিচারে সংখ্যালঘু মুসলিমদের উপর পুলিশের গুলিবর্ষণের বিরুদ্ধে গর্জে উঠল জামাআতে ইসলামী হিন্দ, জমিয়তে আহলে হাদিশ, বাঁকড়া মসজিদ সমম্বয় কমিটি, মানবাধিকার সংগঠন সহ বেশ কয়েকটি গণসংগঠন। হাওড়া জেলার বাঁকড়া বাজারে বুধবার মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বেলুড় মঠের মহারাজ স্বামী পরমানন্দ মহারাজ৷ উপস্থিত ছিলেন বাংলা বাঁচাও সংবিধান বাঁচাও মঞ্চের ছোটন দাস, জামাআতে ইসলামী হিন্দের রাজ্য বিভাগীয় সম্পাদক সাদাব মাসুম, জামাআতে ইসলামী হিন্দের অফিস সেক্রেটারী সাবির আলী, জামাআতে ইসলামী হিন্দে হাওড়া জেলা শাখার বিভাগীয় সম্পাদক সেখ আলিমুদিন, অ্যাডভোকেট সুমিত্র বিশ্বাস এবং বিভিন্ন মসজিদের ইমাম ও বিশিষ্টজনেরা।
কয়েক হাজার নারী পুরুষের এই মানব বন্ধন ও বিক্ষোভ সভা থেকে বক্তাগন অসম তথা সারা দেশের সকল নিপীড়িত মানুষের সাথে একাত্মতা ঘোষণা করেন ৷ সর্বত্র দোষীদের কঠোর শাস্তির দাবি তোলা হয়৷ এদেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জনগণের মৌলিক অধিকারগুলি রক্ষার্থে সংগ্রামের শপথ গ্রহণ করা হয়।