Thursday, February 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

আদালতে তুমুল বিতর্ক! কাফিল পক্ষের যুক্তি-তক্কে কেটে গেল সারাদিন, কাল জবাব দেবে সরকার পক্ষ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ডাঃ কাফিল খান মামলায় এতদিন শুধু নতুন তারিখ শুনিয়ে আসছিল এলাহাবাদ হাইকোর্ট। আজ যেন সত্যিই শুনানি হল! যদিও সময় সংকুলান না হওয়ায় আজকের মতো আদালত মুলতুবি করে দেওয়া হয়েছে।

এদিন সকাল ১১টা থেকে শুনানি শুরু হয়, চলে দুপুর ১টা পর্যন্ত। এসময় কাফিল পক্ষের আইনজীবী লাগাতার নানা যুক্তি পেশ করেন। এরপর মধ্যাহ্নভোজের জন্য আদালত মুলতুবি করা হয়। দুপুর ২টা ৩০ মিনিটে ফের আদালতের কার্যক্রম শুরু হয়।

এদিন দ্বিতীয় সেশনের শুনানি আরও টানটান হয়ে ওঠে। শুনানি চলাকালীন উঠে আসে বিআরডি মেডিকেল কলেজে অক্সিজেন কাণ্ডের বিষয়টি। সব মিলিয়ে সময় কম পড়ে যাওয়ায় আগামীকাল সরকার পক্ষের জবাব শোনার দিন ধার্য করেছে আদালত।

মনে করা হচ্ছিল, ডাঃ কাফিল খান মামলায় আজ রায় দিতে পারে এলাহাবাদ হাইকোর্ট। দেশের শীর্ষ আদালত ১৫ দিনের মধ্যে এলাহাবাদ হাইকোর্টকে রায়দানের নির্দেশ দিয়েছিল। গত ১৯ আগস্ট ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানি হওয়ার কথা ছিল।

দুর্বল নেটওয়ার্কের কারণে নতুন তারিখ হিসেবে ২৪ আগস্ট নির্ধারণ করেছিল হাইকোর্ট। ১৯ আগস্ট এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছিল ২৪ আগস্ট শেষ শুনানি হবে। কিন্তু ২৪ আগস্ট ফের শুনানির তারিখ পিছিয়ে ২৭ তারিখ করে দিয়েছিল আদালত।

কাফিল খানের দাদা আদিল খান দৈনিক সমাচারকে জানিয়েছেন, কালই শেষ রায় দিতে পারে আদালত। উল্লেখ্য, সুপ্রিমকোর্টের রায়ের পরই উত্তরপ্রদেশের যোগী সরকার ডাঃ কাফিল খানের উপর আরও তিনমাস এনএসএ বৃদ্ধি করেছে। এখন দেখার আজ আদালত কি সিদ্ধান্ত নেয়।

 

 

Leave a Reply

error: Content is protected !!