দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : শুক্রবার বাংলার বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার আট দফায় রাজ্যে ভোটগ্রহণ হবে। আগামী ২৭ মার্চ থেকে শুরু হবে ভোটগ্রহণ পর্ব। চলবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত। সেইমতো হাওড়া, কলকাতা ও সংলগ্ন এলাকার কোন কোন বিধানসভায় কবে ভোটগ্রহণ হবে, তা দেখে নিন একনজরে –
তৃতীয় দফা (৬ এপ্রিল) : উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর।
চতুর্থ দফা (১০ এপ্রিল) : কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, বজবজ, ভাঙড়, মহেশতলা, টালিগঞ্জ, মেটিয়াব্রুজ, বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, ডোমজুড়।
পঞ্চম দফা (১৭ এপ্রিল) : পানিহাটি, কামারহাটি, বরাহনগর, দমদম, রাজারহাট নিউটাউন, বিধাননগর, রাজারহাট-গোপালনগর।
ষষ্ঠ দফা (২২ এপ্রিল) : নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দহ, দমদম উত্তর, ভাটপাড়া, নৈহাটি, অশোকনগর, হাবরা।
সপ্তম দফা (২৬ এপ্রিল) : কলকাতা পোর্ট, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ।
অষ্টম দফা (২৯ এপ্রিল) : চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া।