Monday, November 25, 2024
দেশ

আজব এনআরসি! বাদ প্রয়াত স্বাধীনতা সংগ্রামী নেপাল চন্দ্র ভট্টাচার্যের পরিবারও

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এনআরসি তালিকা নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না বিজেপি সরকারের। মোদী সরকারের আরেক হাস্যকর কাণ্ডের স্বাক্ষী হল দেশবাসী। এইবার এক স্বাধীনতা সংগ্রামীর পরিবার এনআরসি-ছুট হওয়ার খবর প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, স্বাধীনতা সংগ্রামী তথা ৪২-এর ‛ভারত ছাড়’ আন্দোলনে অংশ গ্রহণ করে জেলে যাওয়া প্রয়াত নেপাল চন্দ্র ভট্টাচার্যের পরিবারেরও নাম নেই এনআরসি তালিকায়। প্রশ্ন ওঠা শুরু হয়েছে, মোদী সরকারের নজরে স্বাধীনতা সংগ্রামীরাও কি তাহলে বিদেশি?

১৯৪৮ সালে নেপাল চন্দ্র ভট্টাচার্যকে স্বাধীনতা সংগ্রামী হিসেবে বিহাড়াতে জমি দান করে অসম সরকার। এই জমিতেই তাঁর পরিবারের সদস্যরা বাস করছেন। সরকারের দেওয়া স্বাধীনতা সংগ্রামীর স্বীকৃতি স্বরূপ তাম্রপত্র ও স্বাধীনতা সংগ্রামীর পেনশনের কাগজও রয়েছে।

Leave a Reply

error: Content is protected !!