Friday, March 29, 2024
Latest Newsদেশফিচার নিউজ

২৬ নভেম্বর কেন পালন করা হয় সংবিধান দিবস, জানুন

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক:
স্বাধীনতার পর দেশে কন্সটিটুয়েন্ট অ্যাসেম্বলি বা গণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ১৯৪৭-এর ৯ নভেম্বর। ২০৭ জন সদস্য যোগ দিয়েছিলেন অধিবেশনে। সংবিধান তৈরির ড্রাফটিং কমিটির মাথায় ছিলেন ‘ভারতীয় সংবিধানের রূপকার’ ভীম রাও আম্বেদকর।

পরের দু’বছর বিস্তর আলচনা, শলা পরামর্শ হল সংবিধানের লক্ষ্য নিয়ে, আদর্শ নিয়ে। অবশেষে ১৯৪৯ এর ২৬ নভেম্বর গৃহীত হল ভারতীয় সংবিধান। চালু করা হল আরও মাস দুয়েক পর, ২৬ জানুয়ারি, ১৯৫০। ইতিহাসে দিনটি চিহ্নিত হয়ে গেল প্রজাতন্ত্র দিবস হিসেবে।

২৬ নভেম্বর তারিখটা বরং খানিক বিস্মৃতির আড়ালেই চলে গিয়েছিল। ২০১৫ সালে মোদী সরকার দিনটিকে সংবিধান দিবস হিসেবে ঘোষণা করেছিল। ২০১৫ ছিল আম্বেদকরের ১২৫ তম জন্মজয়ন্তী। সংবিধানের জনকের স্মৃতি সৌধের ভিত্তি প্রস্তর স্থাপনের সময়েই দিনটিকে সংবিধান দিবস হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকেই আলাদা করে উদযাপিত হচ্ছে দিনটি।

সংবিধান দিবস কিন্তু ছুটির দিন নয়। যদিও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়কে কেন্দ্রের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সংবিধান সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব, বিতর্ক সভার আয়োজন করার জন্য।

উল্লেখ্য, ভারতীয় সংবিধানের খসড়া চূড়ান্তকরণকারী কমিটির প্রধান ছিলেন বিআর আম্বেদকর। খসড়াটি তৈরি করতে সময় লেগেছিল ২ বছর ১১ মাস ১৭ দিন। এর আগে এর আগে ২৬ নভেম্বর দিনটি জাতীয় আইন দিবস হিসাবে পালিত হত। রবিবার বেতারে ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীকে সম্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আশা ” সংবিধান দিবস”  পালনের মাধ্যমে দেশের সংবিধানের গুরুত্ব-আদর্শ এবং মূল্যবোধের প্রতি সবাই আরও সজাগ হবেন। মোদি আরও বলেন, এবছরের সংবিধান দিবস অন্যান্য বছরের থেকে আরও গুরুত্বপূর্ণ কারণ, এবছর সংবিধান তৈরির ৭০ বছর পূর্ণ করল দেশ।

 

Leave a Reply

error: Content is protected !!