দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বাম ছাত্র-যুবদের বিক্ষোভকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি সল্টলেক করুণাময়ীতে। সর্বস্তরে স্বচ্ছ নিয়োগ ও এসএসসি-টেটে অভিযুক্ত নেতা-মন্ত্রীদের গ্রেফতারির দাবিতে শুক্রবার এসএসসি দফতর অভিযানের কর্মসূচি ঘোষণা করেছিল এসএফআই, ডিওয়াইএফআই-সহ একাধিক বাম ছাত্র-যুব সংগঠন। সেই অনুযায়ী শুক্রবার সল্টলেকের সিটি সেন্টারের সামনে জমায়েত হন ছাত্র-যুবরা।
মীনাক্ষীর নেতৃত্বে এসএসসি দফতর অভিযানে যাওয়ার পথে বাম ছাত্র-যুবদের আটকে দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে এগিয়ে যান ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়রা। পুলিশ তাঁদের আটকে দেয়। চলে ধরপাকড়। ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। বাম ছাত্র-যুবদের দাবি, মিছিলের নেতৃত্বে থাকা মীনাক্ষীকেও পুলিশ জোর করে তুলে নিয়ে যায়।
নিয়মিত খবরের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে জয়েন করুন।