Friday, March 29, 2024
Latest Newsদেশফিচার নিউজ

পরিবারের মোহ ছাড়ুন, দলে গণতন্ত্র ফিরিয়ে আনুন, ফের সোনিয়াকে চিঠি ৯ কংগ্রেস নেতার

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সভাপতি নির্বাচন করতে মরিয়া কংগ্রেস। কে হবেন দলের হাইকমান্ড, এই নিয়ে দলের মধ্যেই শুরু হয়েছে বিরোধিতা। কংগ্রেসের একাংশ চাইছে গান্ধী পরিবারের বাইরের কেউ সভাপতি হোক। আবার একাংশের মতে সভাপতি গান্ধী পরিবার থেকে হোক। আর নিয়ে সভাপতি নির্বাচনে দিশেহারা দল। পরিবারের মোহ ছাড়ুন, দলে গণতন্ত্র ফিরিয়ে আনুন, এভাবে ফের সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখলেন কংগ্রেসের ৯ হেভিওয়েট নেতা। যদিও এইসব নেতাকে আগেই বহিষ্কার করেছে দল।

৪ পাতার চিঠিতে সোনিয়া গান্ধীকে বলা হয়েছে পরিবারের মোহ ছাড়ুন। দলে গণতন্ত্র ফিরিয়ে এনে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার ডাকও দেওয়া হয়েছে চিঠিতে। সেখানে আরও বলা হয়েছে, যদি সোনিয়া দায়িত্ব এড়িয়ে যান, তাহলে দেশের রাজনীতিতে ইতিহাস হয়ে যাবে কংগ্রেস। বর্তমান পরিস্থিতিতে কংগ্রেস সিদ্ধান্তহীনতার সঙ্গে অস্তিত্ব হীনতায় ভুগছে বলেও অভিযোগ করেছেন তাঁরা। দলে বাকস্বাধীনতা এবং পারস্পরিক আস্থা ফেরানোর ডাক দেওয়া হয়েছে।

২ সেপ্টেম্বর এই চিঠি দেওয়া হয়েছে সোনিয়া গান্ধীকে। নয় কংগ্রেস নেতার মধ্যে রয়েছেন, সাংসদ সন্তোষ সিং, প্রাক্তন মন্ত্রী সত্যদেব ত্রিপাঠী। চিঠিতে তাঁরা বলেছেন, জওগরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীরা গণতান্ত্রিক মূল্যবোধ গিয়ে কংগ্রেস এবং দেশকে তৈরি করেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নানা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। ফলে কংগ্রেস কর্মীরা হতাশায় ভুগছেন। এঁদের মধ্যে সিং এবং ত্রিপাঠীকে গত বছরে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছিল।

 

Leave a Reply

error: Content is protected !!