Sunday, February 23, 2025
Latest Newsদেশফিচার নিউজ

তাজমহলের নাম ‛তেজোলয়’ হোক! দাবি যোগীর রাজ্যে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপি শাসিত যোগী রাজ্যে কার্যত ‛নাম বদল’ নতুন ঘটনা নয়। বহু এলাকার নাম বদল থেকে স্টেশনের নাম বদল ঘিরে বহুবার খবরের শিরোনামে এসেছে উত্তরপ্রদেশের যোগী সরকার। এবার প্রসঙ্গ মিউজিয়াম। উত্তরপ্রদেশের অখিলেশ সরকারের কার্যকালে শুরু হওয়া মুঘল মিউজিয়ামের নাম ছত্রপতি শিবাজি মহারাজ রাখার পর রাজ্যজুড়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। এবার দেশের বিখ্যাত তথা ওয়ার্ল্ড হেরিটেজ নিদর্শনের মধ্যে স্থান পাওয়া তাজমহলের নাম বদলানোর দাবি উঠেছে। আগ্রার তাজমহলের নাম বদলানোর পেছনে যুক্তিও দেওয়া হয়েছে।

উত্তরপ্রদেশের গো-সেবা আয়োগের নেতা ভোলে সিং বলেন, এবার সরকারকে তাজমহলের নান বদলে তেজোলয় করা উচিত। তিনি তাজমহলকে ভগবান শিবের প্রাচীন মন্দির বলে সেটির নাম বদলানোর তদারকি করেন। ভোলে সিং বলেন, তাজমহল আদ্যিকালে প্রাচীন শিব মন্দির ছিল। এটা ইতিহাসের খুব কঠিন একটি সত্য। উনি বলেন, তেজোলয়ের উপরে মুসলিম শাসকেরা এটিকে ইসলামীক বানায়। উনি দাবি করেন যে, আজও তাজমহলে জলের ফোঁটা পড়ে, আর সেই ফোঁটা কোথা থেকে পড়ে সেটি বিজ্ঞানীরাও জানতে পারেননি।

ভোলে সিং মুঘল মিউজিয়ামের নাম ছত্রপতি শিবাজি করার জন্য উত্তরপ্রদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করে বলেন, উনি লাগাতার কড়া সিদ্ধান্ত নিয়ে মুঘলদের চিহ্ন মিটিয়ে দিচ্ছেন। উল্লেখ্য, সোমবার আগ্ৰা মণ্ডলের সমীক্ষা বৈঠকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মুঘল মিউজিয়ামের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন। মুখ্যমন্ত্রী একটি ট্যুইটে এই তথ্য দেন। তিনি লেখেন, আগ্ৰায় নির্মানাধীন মিউজিয়াম ছত্রপতি শিবাজির নামে হবে। নতুন উত্তরপ্রদেশের গোলামির মানসিকতার কোনো চিহ্ন থাকবে না‌। আমাদের সবার নায়ক ছত্রপতি শিবাজি মহারাজ। জয় হিন্দ, জয় ভারত।

এরপরই বিরোধী দলগুলি সরকারের বিরুদ্ধে সরব হন। সমাজবাদী পার্টি বলে, সরকার শুধু নাম বদলানোর কাজ করছে। আর এক দিকে কংগ্ৰসের তরফ থেকে বলা হয় যে, নাম বদলানোর কোনও দরকার ছিল না। এখনকার সময়ে গুরুত্বপূর্ণ সমস্যা যেমন কৃষি, গরিব, কৃষক আর আইন ব্যবস্থা নিয়ে সরকারের মাথা ঘামানো উচিত।

 

 

Leave a Reply

error: Content is protected !!