Sunday, April 14, 2024
খেলা

রোনালদোর আমন্ত্রণে সাড়া দিলেন মেসি, একসাথে করবেন ডিনার

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : একসঙ্গে পুরস্কার বিতরণীর মঞ্চ ভাগ করেছেন বহু। তবে কখনও ডিনারে না যাওয়ার ‘আক্ষেপ’ ছিল পর্তুগিজ খেলোয়াড় রোনালদোর। উয়েফা বর্ষসেরার অনুষ্ঠানে লিওনেল মেসির সঙ্গে ডিনার করার ইচ্ছার কথা শুনিয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। রোনালদোর সেই আক্ষেপ ঘোচাতে এগিয়ে এলেন খোদ মেসি।

ডিনার প্রসঙ্গে মেসি বলেন, ‘হ্যাঁ, ডিনার করতে আমার কোনও সমস্যা নেই। আমি সবসময় বলে এসেছি, কোনও বিষয় নিয়ে আমার সঙ্গে তার ঝামেলা নেই। হয়তো আমরা ভালো বন্ধু হতে পারেনি, কেননা আমাদের কখনও একসঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করার সুযোগ হয়নি। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার সঙ্গে আমার সবসময় দেখা হয়েছে।’

যদিও কখনও ডিনারের সুযোগ হবে কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেন মেসির। কেন? জবাবে মেসি বলেন, ‘সবশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুষ্ঠানে দীর্ঘ সময় পর আমাদের দেখা হল। জানি না আমাদের একসঙ্গে ডিনার করা হবে কিনা, কেননা, প্রত্যেকে নিজের জীবন নিয়ে ব্যস্ত, প্রত্যেকের নিজস্ব প্রতিশ্রুতি আছে। তবে অবশ্যই আমি তার আমন্ত্রণ গ্রহণ করলাম।’

Leave a Reply

error: Content is protected !!