Latest Newsদেশফিচার নিউজ

একাধিকবার একই ঘটনা ঘটেও শিক্ষা নেই! মধ্যপ্রদেশে ফের মদ খেয়ে মৃত ১১, আশঙ্কাজনক ৭

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মদ একটি সামাজিক ব্যাধি। মদের কারণে সংসারে প্রতিদিন অশান্তি। এমনকি প্রাণও যাচ্ছে এই মদের কারণে। কিন্তু তারপরেও শিক্ষা হয়না মানুষের। মধ্যপ্রদেশে ফের বিষাক্ত মদ খেয়ে মৃত্যু হল ১১ জনের। আশঙ্কাজনক আরও ৭ জন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মোরেনা জেলাতে। মঙ্গলবার এই ঘটনার কথা জানিয়ছেন মোরেনার পুলিশ সুপার অনুরাগ সুজানিয়া।

জানা গিয়েছে, ‘বিষ’ মদের জেরে মৃত এবং অসুস্থরা মোরেনা জেলার পাহাওয়ালি এবং মানপুর গ্রামের বাসিন্দা। ওই দু’টি গ্রামের দুরত্বও খুব বেশি নয়। একই জায়গায় তৈরি স্থানীয় মদ খেয়ে ওই গ্রামের ব্যক্তিরা অসুস্থ হয়েছেন বলে প্রাথমিক অনুমান। যদিও কোথায় তৈরি মদ খেয়ে এই পরিণতি তা নিশ্চিতভাবে এখনও জানতে পারেনি প্রশাসন।

ঘটনা নিয়ে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, ‘‘ঘটনায় আমি খুবই দুঃখিত। স্থানীয় স্টেশন হাউস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। সিনিয়র অফিসাররা সেখানে গিয়েছেন। ঘটনার তদন্তের জন্য একটি দলও গঠিত হয়েছে। দোষীরা পার পাবেন না।’’

চম্বল রেঞ্জের ইনস্পেক্টর জেনারাল মনোজ শর্মা বলেছেন, ‘‘কোথা থেকে এই মদ এসেছিল তা জানার চেষ্টা চলছে। স্থানীয়ভাবে মদ তৈরিও বন্ধ করার চেষ্টা করা হচ্ছে।’’

Leave a Reply

error: Content is protected !!