Saturday, July 27, 2024
দেশ

কাশ্মীরে জমি কিনছে মহারাষ্ট্র সরকার, নিন্দা সমালোচকদের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কাশ্মীরে জমি কেনার কথা ঘোষণা করল মহারাষ্ট্র সরকার। বুধবার মহারাষ্ট্র সরকার জানিয়েছে, তারা কাশ্মীরে দুটি পর্যটন রিসর্ট নির্মাণের জন্য জমি কিনছে। সূত্রের খবর, কাশ্মীরের পাহালগাম এবং লাদাখের লেহ এলাকায় এই জমি ক্রয় করা হবে।

মহারাষ্ট্রের সরকারি কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কাশ্মীরে জমি কিনে সেখানে দুটি রিসর্ট নির্মাণের কাজ করবে মহারাষ্ট্র পর্যটন উন্নয়ন কর্পোরেশন। তারা বলছে, এর মাধ্যমে অমরনাথ যাত্রায় অংশগ্রহণ ও বিষ্ণু দেবী মন্দিরে যেতে আগ্রহীরা উপকৃত হবে।

এদিকে মহারাষ্ট্র সরকারের এই ঘোষণার পর তুমুল সমালোচনা শুরু হয়েছে। সমালোচকরা বলছেন, কাশ্মীরের জনমিতি বদলে দিতে মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের এই উদ্যোগ। উল্লেখ্য, ৩৭০ ধারা বাতিলের পর এখন ভারতের যেকোনও নাগরিক কাশ্মীরে সম্পত্তি ক্রয়ের সুযোগ পাচ্ছেন।

Leave a Reply

error: Content is protected !!