Saturday, July 27, 2024
রাজ্য

মিড ডে মিলে মুড়ি চানাচুর! আজব কাণ্ড বালির জোড়া অশ্বত্থতলা প্রাথমিক বিদ্যালয়ে

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাওড়া জেলার বালির জোড়া অশ্বত্থতলা প্রাথমিক বিদ্যালয়ের ওভেন থেকে গ্যাস লিক করছে। তাই পরপর দু’দিন রান্না হয়নি। এহেন অবস্থায় পড়ুয়াদের খেতে দেওয়া হচ্ছে মুড়ি-চানাচুর।

সোমবার রান্নার সময় ওভেন থেকে গ্যাস লিক হচ্ছে বুঝতে পেরে তাড়াতাড়ি ওভেন বন্ধ করে দেন রাঁধুনিরা। রান্না হয়নি। তাই বাধ্য হয়েই পড়ুয়াদের দুপুরে ভাতের বদলে মুড়ি চানাচুর খেতে দেওয়া হয়। তাই খেয়েই খিদে মেটায় সবাই।

কিন্তু মঙ্গলবারও দুপুর হতেই ভাতের বদলে পড়ুয়াদের ভাতের থালায় বেড়ে দেওয়া হয় মুড়ি আর চানাচুর। বিষয়টা জানাজানি হতেই ক্ষোভ ছড়ায় অভিভাবকদের মধ্যে। জানা যায়, ওভেন মেরামতি হয়নি। তাই রান্নাও হয়নি। বিকল্প খাবারের ব্যবস্থাও হয়নি।

Leave a Reply

error: Content is protected !!