Sunday, December 22, 2024
দেশ

মহারাষ্ট্রে আসন কমছে বিজেপির! কোনওমতে সরকার গড়ার পথে গেরুয়া ব্রিগেড

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মহারাষ্ট্রে সরকার গড়া প্রায় নিশ্চিত করে ফেলেছে বিজেপি-শিবসেনা জোট। কিন্তু বিজেপির আসন এক ধাক্কায় অনেকটাই কমে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে মোদী-শাহ জুটির কপালে। এখনও পর্যন্ত গণনার যা ছবি, তাতে বিজেপি-র আসন গত ভোটের তুলনায় কমে যেতে পারে কমবেশি ২২টি।

২০১৪ সালে ২৮৮ আসনের মধ্যে ২৬০টি আসনে একা লড়েই ১২২টি আসন পেয়েছিল বিজেপি। আসনের মাইনাস-প্লাস দেখে যা দেখে এখন থেকেই পেশী ফোলাতে শুরু করে দিয়েছে বহুদিনের শরিক দল শিবসেনা।  এমনকী বালাসাহেব ঠাকরের নাতি আদিত্য ঠাকরেকে মুখ্যমন্ত্রী করার দাবিও তুলে দিয়েছেন শিব সৈনিকরা।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!