দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজেপি নেতাদের জুতোপেটা করার নিদান দিলেন রাষ্ট্রীয় হিন্দু সেনা প্রধান প্রমোদ মুথলিক। তিনি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে জানিয়েছেন, ক্ষমতা থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার না করে ভোট করুন। তাহলেই বোঝা যাবে বিজেপির কত ক্ষমতা।
রাষ্ট্রীয় হিন্দু সেনা প্রধান কর্নাটক বিধানসভা নির্বাচনের আগে হিন্দু সেনা প্রধান প্রমোদ মুথালিক বিজেপি নেতাদের তিরস্কার করেছেন। তিনি বলেন, আপনারা বিজেপি নেতা হিসেবে মানুষের কাছে যান, কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে ভোট চাইছেন। ভোটে কেন তাঁরা ব্যবহার করছেন প্রধানমন্ত্রীর ছবি।