দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : শুক্রবার নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে যুগান্তকারী ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের জন্য বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এদিন সরকারি কর্মচারীদের সভায় মুখ্যমন্ত্রী বলেন, যদি কোনও সাংবাদিকের চাকরি চলে যায়, তাহলে দু’বছর পাশে থাকবে সরকার। মাসে মাসে দেওয়া হবে ১০ হাজার টাকা।
মমতা বলেন, “সাংবাদিকরাও আজ নিরাপদ নন। তাঁদের চাকরি চলে যাচ্ছে। আমাদের সরকার মানবিক। তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।” মুখ্যমন্ত্রীর কথায়, মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই সাংবাদিকদের এই ‘পে প্রোটেকশন’ বা আর্থিক সুরক্ষা দেবে সরকার। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই কাজ হারানো সাংবাদিকদের পরিবারের কেউ মারা গেলে দু’লক্ষ টাকা দেবে সরকার।