দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপি মহারাষ্ট্রে ক্ষমতা বজায় রাখলেও, হরিয়ানায় ত্রিশঙ্কু পরিস্থিতি। দুই রাজ্যের নির্বাচন মিটতে না মিটতেই দলবদল। ত্রিপুরায় বিজেপি পরিচালিত সিপাইহাওর পঞ্চায়েতের ৭ সদস্য পদত্যাগ করে সিপিএম-এ যোগ দিয়েছেন। খোয়াই জেলায় তিনটি গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগ বিজেপি প্রতিনিধি পদত্যাগ করেছেন। ইস্তফা দিয়েছেন গ্রাম প্রধানও।
বিজেপি ত্যাগী ওই নেতারা জানিয়েছেন, গেরুয়াদলের সঙ্গে কাজ করা সম্ভব হচ্ছিল না। সূত্রের খবর অনুযায়ী, বিজেপি ছেড়ে তাঁরা সবাই সিপিএম-এ যোগ দিয়েছেন। মাস কয়েক আগে পঞ্চায়েত নির্বাচনে ত্রিপুরার শাসকদল বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই বেশিরভাগ আসনে জয়লাভ করে। এই পরিস্থিতিতে বিজেপি থেকে কেন এই দলবদল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন