দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : শিশুদের সবজি ও ভাত খেতে দেওয়ার পরিবর্তে রুটি-লবণ খেতে দিচ্ছিলো স্কুল কর্তৃপক্ষ। এই কাণ্ডের ছবি ও ভিডিও তুলে সোশ্যাল সাইটে ছড়িয়ে দেন পাওয়ান জয়শওয়াল নামের এক সাংবাদিক। ফলে তার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার।
সাংবাদিকের বিরুদ্ধে বিজেপি সরকারের অভিযোগ, উত্তরপ্রদেশ সরকারকে অপমান করতেই এই কাজ করেছেন সাংবাদিক। ওই অঞ্চলের ব্লক এডুকেশন অফিসারের অভিযোগ, এই ছবি সম্পূর্ণ ভিত্তিহীন। এটি সাংবাদিকদের ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।
যদিও প্রকৃত সত্য বের করতে সরকারের পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা অনুরাগ প্যাটেল। তিনি আরও জানান, এই ঘটনায় গ্রাম পঞ্চায়েত এবং মিড ডে মিলের ভারপ্রাপ্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।