Thursday, March 28, 2024
Latest Newsদেশফিচার নিউজ

রাম মন্দির ট্রাস্টের নামে জাল ওয়েবসাইট খুলে লক্ষ লক্ষ টাকা জালিয়াতি, গ্রেফতার হিন্দুত্ববাদী দলের ৫ কর্মী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রাম জন্মভূমি ট্রাস্টের নামে জাল ওয়েবসাইট খুলে লক্ষ লক্ষ জালিয়াতির অভিযোগে পুলিশ ৫ হিন্দুত্ববাদী দলের কর্মীকে গ্রেফতার করেছে। উত্তরপ্রদেশের গৌতম বুধ নগরের সাইবার সেল তদন্তে নেমে এই ৫ জনকে গ্রেফতার করেছে। এরা সবাই রাম জন্মভূমি ট্রাস্টের নামে একটি জাল ওয়েবসাইট তৈরি করে লক্ষ লক্ষ টাকা লোককে চুরি করেছে বলে অভিযোগ। তদন্তে জানা গিয়েছে যে সমস্ত আসামি দিল্লির বাসিন্দা, তবে তাদের অনেকেই সফটওয়্যার ব্যবসায়ের সাথে জড়িত।

নয়ডা পুলিশ জানায়, কয়েক মাস আগে দিল্লির নিউ অশোক নগরে বসবাসকারী আশীষ, নবীন, সুমিত, অমিত ঝা এবং সুরজ একসাথে একটি ওয়েবসাইট তৈরি করেছিলেন। জাল ওয়েবসাইট থেকে জাল অ্যাকাউন্টের বিশদ রাখার মাধ্যমে এই লোকেরা সাধারণ মানুষকে মন্দিরটি নির্মাণের জন্য অনুদানের আবেদন করেছিল। এর উপর অনলাইনে লেনদেনের মাধ্যমে শত শত মানুষ ওয়েবসাইটে দেওয়া অ্যাকাউন্টে কয়েক লাখ টাকা জমা দিয়েছিলেন।

 

অযোধ্যার আসল রাম জন্মভূমি ট্রাস্ট এই জালিয়াতির বিষয়ে জানতে পেরে তারা সাইবার সেলে অভিযোগ দায়ের করে। এর পরেই এ নিয়ে তদন্তে নামে নতদন্তকারী দল। সোমবার সন্ধ্যায় পাঁচ আসামিকে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, আসামিদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, দুটি সিম কার্ড, ৫০ টি আধার কার্ড এবং দুটি থাম্ব ইম্প্রেশন মেশিন উদ্ধার করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে এবং আরও কারা জালিয়াতির সাথে জড়িত রয়েছে এবং কারা তদন্ত চলছে। পুলিশ কর্মকর্তারা সন্দেহ করছেন যে আরও বেশি লোক এই গ্যাংয়ে জড়িত থাকতে পারে।

 

Leave a Reply

error: Content is protected !!