দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ২১ দিনের জন্য গোটা দেশে লক ডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু জরুরি পরিষেবাকে ছাড় দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এ ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশিকা তথা বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে। দেখে নিন একনজরে –
লকডাউনে কী কী খোলা থাকছে
- হাসপাতাল
- ওষুধের দোকান
- ব্যাঙ্ক ও বিমার অফিস
- এটিএম
- পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন
- এলপিজি গ্যাসের দোকান
- রেশন দোকান
- দুধ, সবজির দোকান
- বিদ্যুত ও পানীয় জল
- পুরসভা, পুর পরিষেবা
- প্রিন্ট ও ইলেটট্রিক সংবাদমাধ্যম
- বেসরকারি নিরাপত্তারক্ষী পরিষেবা
- হিমঘর ও গুদাম
- পশুখাদ্যের দোকান
- মূলধনী বাজার
- ই-কমার্স সাইটের মাধ্যমে খাবার, ওষুধ ইত্যাদির ডেলিভারি
- টেলিকম
- ইন্টারনেট
- কেবল পরিষেবা
- তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে গৃহ থেকে কর্ম
- অত্যাবশ্যকীয় পণ্যের উত্পাদন
- অত্যাবশ্যকীয় পণ্যের পরিবহণ
কী কী বন্ধ থাকছে
- কেন্দ্র ও রাজ্য সরকারের দফতর
- বেসরকারি দফতর
- দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান
- কারখানা
- রেল ও গণপরিবহণ
- বিমান পরিষেবা
- অটো ও ক্যাব পরিষেবা
- ধর্মীয়স্থান
- শিক্ষা প্রতিষ্ঠান