Saturday, July 27, 2024
দেশ

কাশ্মীরে মোদী সরকার ‘সামরিক একনায়কতন্ত্র’ চালাচ্ছে : কবিতা কৃষ্ণান

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কাশ্মীর ইস্যুতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন সিপিআই (এমএল) নেত্রী ও সমাজকর্মী কবিতা কৃষ্ণান। কবিতা এদিন কাশ্মীরে একনায়কতন্ত্র চলছে বলে মন্তব্য করেন।

তিনি বলেন, কাশ্মীরে ইন্টারনেট, মোবাইল পরিষেবা বন্ধ। রাতে বাড়িতে হানা দিয়ে কিশোরদের তুলে নিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। গোটা রাজ্যের বিরোধী নেতারা বন্দি। কাশ্মীরে এভাবেই নরেন্দ্র মোদী সরকার কার্যত ‘সামরিক একনায়কতন্ত্র’ চালাচ্ছে।

তিনি আরও বলেন, কাশ্মীরিদের কাছ থেকে শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাঁর প্রশ্ন, ‘ভারতের অন্য রাজ্যে কী এভাবে কার্যত গোটা সমাজকে এক মাস ধরে আটকে রাখা সম্ভব? আমার ধারণা সেক্ষেত্রে জাতীয়স্তরে প্রবল হইচইয়ের জেরে সরকার বিপাকে পড়বে।’

কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলকে কেন্দ্র করে নানা বিধিনিষেধের মধ্যেই কবিতা কৃষ্ণান ছাড়াও অর্থনীতিবিদ জঁ দ্রেজ এবং সমাজকর্মী মাইমুনা মোল্লা ও বিমল ভাই সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন। প্রেস ক্লাবে এদিন তাঁদের তৈরি ভিডিও রিপোর্ট ‘কাশ্মীর কেজড’ দেখানো হয়। তাতে উপত্যকার বিভিন্ন অংশের খণ্ডচিত্র প্রকাশিত হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!