Thursday, January 2, 2025
Latest Newsদেশফিচার নিউজ

সুপ্রিমকোর্টের রায়ে জবরদস্ত ধাক্কা খেয়েছে মোদী সরকার! আরটিআই-এ প্রকাশ্যে ভয়ঙ্কর তথ্য

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : তথ্যের অধিকার আইনে (আরটিআই) করা এক আবেদনে উঠে এলো ভয়ঙ্কর তথ্য। সুপ্রিমকোর্টের রায় বেরোনোর আগে পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার ১ কোটি টাকা মূল্যের ৮৩৫০টি নির্বাচনী বন্ড ছাপিয়ে ফেলেছিল বলে জানা গিয়েছে ওই আরটিআই-এ। উল্লেখ্য, নির্বাচনী বন্ড অসাংবিধানিক বলে গত ১৫ ফেব্রুয়ারি রায় দিয়েছিল শীর্ষ আদালত।

নিজেকে ‛স্বচ্ছতা-কর্মী’ বলে পরিচয় দেওয়া লোকেশ বাত্রা আরটিআই-টি করেছিলেন। সর্বোচ্চ আদালতে মামলা হওয়া সত্ত্বেও সরকারের এত বেশি ১ কোটির নির্বাচনী বন্ড কেন ছাপাল তা নিয়ে প্রশ্ন তুলেছেন লোকেস। তিনি বলেন, ‘‘মনে হচ্ছে, সরকার আত্মবিশ্বাসী ছিল যে, সুপ্রিমকোর্ট স্থিতাবস্থা বজায় রাখবে। তাই তারা ১ কোটির বন্ড ছাপানো বন্ধ করেনি।’’

সূত্র বলছে, ২০১৮ সালে নির্বাচনী বন্ড চালু হওয়ার পর থেকে মোট ৬.৮২ লক্ষ নির্বাচনী বন্ড ছাপায় কেন্দ্র। তার মধ্যে ১ কোটি টাকার বন্ডের মোট সংখ্যা ৩৩ হাজার। গত বছরের ২৭ ডিসেম্বর পাওয়া তথ্যে এই সংখ্যাটা ২৪,৬৫০। অর্থাৎ তার পরে আরও ৮৩৫০টি বন্ড ছাপানো হয়েছে, যেগুলির মূল্য ১ কোটি টাকা।

আরও জানা যাচ্ছে, ১ কোটির বন্ড বিক্রি হয়েছে মোট ১৫,৬৩১টি। অন্য দিকে, দশ লক্ষের ২৬,৬০০টি বন্ড ছাপানো হলেও বিক্রি হয়েছে মাত্র ৮৫২৩টি। জানুয়ারি পর্যন্ত বিক্রি হওয়া যাবতীয় নির্বাচনী বন্ডের মোট মূল্য ১৬,৫১৮.১০ কোটি টাকা। সেই টাকার ৯৪.৬৫ শতাংশ এসেছে শুধু ১ কোটির বন্ড বিক্রি করে।

Leave a Reply

error: Content is protected !!